চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সহ ৬ জন।

সোমবার (২৭ মার্চ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়া ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ ছাড়াও রয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহাব উদ্দিন মো. আব্দুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মো. রমজান আলী।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে+ বলেন, চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল।

এরমধ্যে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ মার্চ মনোনয়ন যাচাই বাছাই করা হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

গত ৬ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top