চট্টগ্রাম বোট ক্লাব এ “Batch 94BD“ এর ফ্রেন্ডস ফেস্টিবল ২০২৩

চট্টগ্রাম বোট ক্লাব এ Batch 94BD এর ফ্রেন্ডস ফেস্টিবল ২০২৩।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: বন্ধু সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার। এমন একটি সম্পর্ক যার রক্ত ​​সংযোগের প্রয়োজন হয় না। হৃদয়ের সংযোগ দ্বারা নির্মিত একটি সত্যিকারের বন্ধুত্ব। সত্যিকারের বন্ধু সেই যারা আপনার খারাপ সময়ে সবসময় আপনার পাশে থাকে।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ঝাকজমকপূর্ণ ভাবে, জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, সংস্কতি ,পুরষ্কার বিতরণী,খাগড়ছড়ির পাহাড়ী নৃত্য ও র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে  অনুষ্ঠিত হলো ব্যাচ “Batch 94BD“ কতৃক আয়োজিত ফ্রেন্ডস ফেস্টিবল ২০২৩ (FRINDS festival 2023)।

শুক্রবার (৩ জানুয়ারী) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাস্থ পতেঙ্গা রোড চট্টগ্রাম বোট ক্লাব এ অনুষ্ঠিত অনুষ্ঠানের আহবায়ক জাহিদুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এডমিন যথাক্রমে মোঃ আলাউদ্দীন, সরওয়ার রুবেল সাইফুল ইসলাম আজাদ, উত্তম কর্মকার।

সদস সচিব আরিফ জামান ও আনোয়ারা রিনুর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফেস্টিবল  উদযাপন পরিষদের উপদেষ্টা রামগড় পৌরসভা মেয়র রফিকুল আলম ,চসিক উপ-সচিব আবুল হাসেম,ড.শাহিদুল আলম মিন্টু, ডাক্তার সুমেন, ডাক্তার সাহাব, গোলাম কিবরিয়া, সাইফুদ্দিন শিবলী মোঃ সালাউদ্দিন, রফিকুল আলম কামাল, হাবিবা হারুন, ফোরকানউদ্দীন, ইয়াছিন সরকার,আরিফ, মোঃ মোরশেদ হোসেন, রাসেদ হাজারি, আলী হোসেন, আনোয়ারা রিনু, রাসেদ, সহ বাংলাদেশের দেশের প্রতিটা প্রান্ত থেকে ১৩ শত এর অধিক বন্ধু অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষ হয় কলকাতার জনপ্রিয় সারেগামাপা শিল্পী শৃদিতা ও ঢাকার শিল্পী তামান্না প্রমির গানে গানে।