নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে সৌদিআরব পালিয়ে যাওয়ার সময় আরসা সন্ত্রাসী আসাদ উল্লাহকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (ফেব্রুয়ারি ১০) সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশের বিশেষ শাখা ডিবি (উত্তর)।
আটকের বিষয়টি সিপ্লাসকে নিশ্চিত করেছেন সিএমপি ডিবির (উত্তর) উপকমিশনার নাহিদ আদনান তাইয়ান।
তিনি সিপ্লাসকে জানান, “ঘটনা সত্য, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসাদ উল্লাহ জেদ্দাগামী একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য এখন ডিবি হেফাজতে রাখা হয়েছে।”
পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।