চট্টগ্রাম নগরীর গলায় বেল্ট পেঁচিয়ে যুবকের ‘আত্মহত্যা’

মো. জাহিদ (২৬)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা টার্মিনালে কার্ভাডভ্যানের সাথে বেল্ট পেঁচিয়ে এক যুবক আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মো. জাহিদ (২৬) ডবলমুরিং থানার আগ্রবাদ ১ নম্বর গলির মো. আলমের ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই মনির গণমাধ্যমকে বলেন, গতকাল দিবাগত রাত প্রায় ২টার দিকে বাসায় মোবাইল রেখে বের হয়ে যায়। রাতে আর বাসায় ফিরেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিমতল টার্মিনাল এলাকায় গিয়ে কাভাডর্ভ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বিষযটি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকালে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় জাহিদ নামে এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।