চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে গ্রাহকদের নানা অভিযোগের জবাব দিলেন ওয়াসার এমডি

নিজস্ব প্রতিবেদক:অনাবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে পানি নিয়ে চলছে হাহাকার। ঠিকমত ওয়াসার পানি না পাওয়া এবং পানির লবণাক্ততা নিয়ে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। বেশ কিছুদিন ধরে নগরীর ওয়াসার গ্রাহকরা ঠিকভাবে পানি পাচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় পানি পেলেও তা লবণাক্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই পানি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্দরনগরীর প্রায় ৫ লাখ মানুষকে।

এ নিয়ে সম্প্রতি গণনমাধ্যামসহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। দোষারোপ করেছেন চট্টগ্রাম ওয়াসাকে। তবে এবার গ্রাহকদের সকল অভিযোগ ও প্রশ্নের জবাব দিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।

বুধবার (৩ মে) সন্ধ্যায় সিপ্লাস টিভিতে সরাসরি সম্প্রচারিত টকশোতে নগরবাসীর পানির সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। এসময় টকশোতে অংশ নেন সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।

পানি লবণাক্ততা ও গ্রাহকদের নানা অভিযোগের প্রেক্ষিতে ওয়াসার এমডি বলেন, “চট্টগ্রামে পানির প্রয়োজনীয়তা বাড়ছে। দিনদিন মানুষের বসবাস ও বাড়ছে, নাগরিক জীবন তার সাথে বেড়ে চলেছে এলাকা। পানির চাহিদা ক্রমান্বযে বৃদ্ধি পাচ্ছে। আমরা যে প্রজেক্ট গুলো করি সেইগুলো দেখা যাই আমরা ১০ বছর সামনে রেখে প্রজেক্ট গুলো করি। তার পরিপ্রেক্ষিতে দেখা যায়, আমরা সময় নিই ৫ বছরের, আর সেখানে কাজ করতে সময় লেগে যায় ৭ বছর। অনেকগুলো কারণের জন্য কাজ করতে অনেকটা সময় লেগে যায়। তারপর ও আমরা কাজ শেষ করি। কাজ শেষ করার পর আবার দেখা যায় এর মধ্যে জনগণের চাহিদা, শিল্প এলাকা বেড়ে যাওয়াসহ নানা কারণে পানির চাহিদা আরো বেড়ে যায়। তখন আমরা আরো প্রকল্প করার উদ্যোগ হাতে নিই। আপনারা জানেন, গত ৬ মাস আগে পানির প্রয়োজনীয়তা কম ছিল।”

তিনি আরো বলেন, “গ্রাহকরা বিল দিলে আমাদের বেতন হয়। আমরা জনগণের চাকুরি করি। আপনাদের যেকোনো সমস্যা আর অসুবিধা সমাধান করার জন্য আমরা বসে আছি। আমাদের কাছে এসে সমস্যার কথা বলেন, যদি সমাধান করতে না পারলে তখন গালমন্দ করেন। গালমন্দ করার পরও যদি কাজটা সমাধান হয়, তাহলে ঠিক আছে।”

“আপনাদের সমস্যার কথা আমাকে বলেন,যদি সমাধান না হয় তাহলে সিপ্লাসটিভিকে আবার সমস্যার কথা বলবেন।”- যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৬ হাজার কোটি লিটার পানির প্রজেক্ট শুরু হবে, তার মাঝে কত রকমের সমস্যা হচ্ছে আপনাকে বলে বোঝানো যাবে না। তারপরও আমরা কাজ করি যাচ্ছি। আপনারা কিছুদিন আগে খবরে দেখছেন নলকূপে পানি নেই। আমরা নদী-খালের পানি ব্যবহার করি না, নলকূপ বসানো হচ্ছে আর পানি দেওয়া হচ্ছে।”

পানি নিয়ে গ্রাহকদের সকল সমস্যা সমাধানে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top