চট্টগ্রাম অঞ্চলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২

আগামী ১৬ই জুন ২০২২ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, হালিশহর-এ এই র্যালি, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ”কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ একটাই লক্ষ্য হতে হবে দক্ষতা”- এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে এক র‌্যালি, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী ১৬ই জুন ২০২২ (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, হালিশহর-এ এই র‌্যালি, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল হোসেন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক জনাব ড. মোঃ ওমর ফারুক।

”Industry-Institute Collaboration: An urgent call to develop skills in the era of 4th industrial Revolution (শিল্প-ইনস্টিটিউট সহযোগিতা: চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দক্ষতা বিকাশের জন্য একটি জরুরি আহ্বান)” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, চিফ অব নটিক্যাল স্টাডিজ বাংলাদেশ মেরিন একাডেমি।

উক্ত অনুষ্ঠানসমূহে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফর রহমান সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।