চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ৬।

উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূকম্পন অনুভূত হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বলেন, চট্টগ্রাম ও ঢাকার আশপাশের এলাকায় দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ভূকম্পনের স্থায়ীত্ব জানা যায়নি।

রিখটার স্কেলে ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হলেও চট্টগ্রামের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অনেকে আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তা ও খোলা জায়গায় ছুটে আসেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top