চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল আকতার পারভেজ

আকতার পারভেজ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে চট্টগ্রামে নিযুক্ত হয়েছেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। এই ছাড়া বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে  ইন্দোনেশিয়া অনারারি কনসাল (চট্টগ্রাম) হিসেবে নিযুক্ত আর মোহাম্মদ মহসিন কুরিয়া অনারারি কনসাল (গাজীপুর) হিসেবে নিযুক্ত,মোহাম্মদ ইকবাল হোসেন অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন রুয়ান্ডা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নাঈম উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আকতার পারভেজ আশা করছেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পাওয়ায় দুই দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবেন।