চট্টগ্রামে ধর্ষণ মামলায় আনসার ও নির্বাচন কর্মকর্তা কারাগারে

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম এবং খাগড়াছড়ির রামগড় উপজেলার নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুন) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শরমিন জাহানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট এমএ নাসের।

তিনি বলেন, এ দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ধর্ষণ মামলায় দুই আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।   উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

১২ মে ফটিকছড়িতে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম ও হুমায়ুন কবিরসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন স্বামী পরিত্যক্তা এক নারী।