সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে দুই মাদক কারবারিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহার ছড়া এলাকার মো. ফরিদ মিয়া (২৭) ও মোহাম্মদ আবদুল্লাহ (২৫)। রায় ঘোষণার সময় এই দুজন আদালতে অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ দণ্ড দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, গ্রেফতারের পর কিছুদিন কারাবাস থেকে জামিনে বের হয়ে দুই আসামিই পলাতক হন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তিন হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ফরিদ মিয়া ও মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি মামলায় অভিযোগ গঠন করেন আদালত।