দুই ঘণ্টায় শেষ বিজয় এক্সপ্রেসের টিকিট

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে দুই ঘণ্টায়।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক আবুল কালাম চৌধুরী বলেন, ৯ জুলাইয়ের ময়মনসিংহগামী বিজয়, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। তবে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর এক্সপ্রেস, গোধূলী ও তূর্ণা নিশিথা ট্রেনের কিছু টিকিট বেলা ১১টা পর্যন্ত অবিক্রিত ছিল। এছাড়া চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকিটও অবিক্রিত ছিল।

তিনি বলেন, টিকিটের কার্যক্রম সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। স্টেশনে পুলিশ, আরএনবিসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

গতকাল (সোমবার) টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বেলা ১১টায় সরেজমিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দেখা গেছে, টিকিটপ্রত্যাশী যাত্রীদের তেমন চাপ নেই।