চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের ঝাউতলা রেল ক্রসিং ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সালাউদ্দিন রাজু (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবক রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের মোহাম্মদ জামান খন্দকার বাড়ির মোহাম্মদ হবীবুল্লাহ ছেলে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ডেমু ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়। পরিবার -পরিজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়।

চিকদাইর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোদাচ্ছের হায়দর বলেন, সালাউদ্দিন রাজু সিলভার গ্রুপে একাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। নগরীর বাসা হতে অফিসে যাওয়ার পথে অটোরিকশা হতে নেমে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। শুনেছি এই সময় তার কানে ইয়ারফোন ছিল। আড়াইটার দিকে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাদে আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। রাজু পরিবারের তিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয়। দেড়  বছর পূর্বে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ৩মাস বয়সী একজন পুত্র সন্তান রয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top