চট্টগ্রামে জাপানের অনারারি কনসাল হলেন চেম্বার সভাপতি মাহবুব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)’র সভাপতি এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র চেয়ারম্যান মাহবুবুল আলম চট্টগ্রামে জাপানের অনারারি কনসাল নিযুক্ত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) চেম্বারের সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত ফেয়ারওয়েল রিসিপশনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারী এন্ড প্লেনিপটেনশিয়ারী ইতো নাওকি এই নিযুক্তির ঘোষণা দেন। এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র গভর্নিং বোর্ডের সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং ভারতে কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top