চট্টগ্রামে আবারও পাহাড় ধস, স্কুলছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে আবারও পাহাড় ধসে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টির মধ্যে সোমবার ভোররাতে পাঁচলাইশ থানার গ্রিনভ্যালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। চারদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

 নিহত শিক্ষার্থীর নাম মো. আবু রায়হান (১২)। সে কুমিল্লা জেলার লাকসাম থানার ইছাপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

 পাঁচলাইশ থানার উপপরিদর্শক মাহবুবুল আলম জানান, গ্রিনভ্যালি আবাসিকের চশমা হিলের পাদদেশে শিশুটির বাবা দীন মোহাম্মদের ছোট মুদি দোকান ছিল। সেখানে বাবা ও ছেলে থাকতেন। দুইদিন আগে শিশুটির মা গ্রাম থেকে আসেন। তাই বাবা ও মা আরেকজনের বাসায় থাকতে চলে যান। রাতে শিশুটি দোকানে ঘুমান। সকালে তার বাবা দোকান খুলতে এসে দেখেন দোকানের পেছনের অংশে পাহাড় ধসে মাটি পড়ে আছে। দোকান খুলে দেখেন মাটির নিচে চাপা পড়েছে তার ছেলে।

খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় লোকজন। তারা মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই শিশুটিকে নিয়ে লাকসাম চলে যায় তার পরিবার।

 এর আগে টানা বৃষ্টিতে গত শুক্রবার রাতে নগরের আকবরশাহ থানা এলাকায় পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে ফিরোজ শাহ কলোনির এক নম্বর ঝিল বরিশালঘোনা এলাকায় পাহাড় ধসে মারা যান শাহীনূর আক্তার (২৬) ও তার বোন মাইনুর আক্তার (২৪)। নগরীর ফয়েসলেক বিজয়নগর এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুজন মারা যান।