চট্টগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় তিনি ভাষণ দেবেন।

এর আগে সকাল থেকে সমাবেশস্থলে মিছিল নিয়ে দলে দলে এসেছেন নেতা-কর্মীরা। হাতে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, গায়ে জড়ানো বিভিন্ন রঙের টি-শার্ট।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর একটি মিছিল জনসভায় প্রবেশ করে। এছাড়া রাউজান উপজেলা থেকে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিলটি জনসভায় প্রবেশ করে সকাল ১০টায়। বাঁশখালী, সন্দ্বীপ, সীতাকুণ্ড, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, মিরসরাই, রাঙ্গুনিয়াসহ নগরের সংসদ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নেতৃত্বে সমাবেশস্থলে এসেছেন নেতাকর্মীরা।