কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহত রুহুল আমিনের ছেলে মো. এমদাদ উল্লাহ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
আজ রবিবার সকাল ১০টার দিকে নিহত হাফেজ রুহুল আমিনের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনায় রুহুল আমিনের ছেলে বাদী হয়ে লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এজাহারনামায় প্রধান আসামি বেলালকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারনামায় অপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।