চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বিজিবির বাসের সাথে লেগুনা গাড়ির সংঘর্ষে ৩ জন নিহত এবং আনুমানিক ৭ জন আহত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার আজিজনগরের হারবাংস্থ জেলা গেইটের দক্ষিণ পাশে জিলানী পুকুর পাড়ে এই সড়ক দূর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহতরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো: হামিদ (৩২) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই ইউনিয়নের করমুহুরী পাড়ার ধানু মিয়ার ছেলে নজু মিয়া। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার আইসি বলেন, গাড়ি দুটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।