কক্সবাজারের চকরিয়া পৌর শহরে বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে ভ্রামমাণ আদালত। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় চকরিয়া সুপার মার্কেট ও আনোয়ার শপিং কমপ্লেক্সের তিনটি হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, যথাযথ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে মোট ৪৫,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি হোটেল মালিকদেরকে খাবার এবং হোটেলের পরিবেশের মান আরো উন্নত করার জন্য সতর্ক করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চকরিয়া উপজেলা প্রশাসনের দ্বায়িত্বশীল কর্মকর্তা ও চকরিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।