কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কলিম উল্লাহ নামে এক ইয়াবা ব্যবসায়ী কে আটক করেছে । আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, চকরিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে ১৪ সেপ্টেম্বর রাত ১ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গোলাম সোবাহান ঘোনা নামক এলাকায় এ.এস.আই আকবর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জি আর মামলা নং ২৭/১৭ এর ওয়ারেন্ট ভুক্ত ইয়াবা ব্যবসায়ী কলিম উল্লাহকে (৩৮) গ্রেফতার করে। সে ওই এলাকার আব্বাস মিয়ার পুত্র।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, জিআর মামলার আসামী কলিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। একইদিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।