ঘুর্ণিঝড় সিত্রাং ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তিন বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

আগামীকাল বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

আজ বুধবার মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) অধ্যাপক মো. আমির হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অপিস আদেশে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালকদের সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে।