সিপ্লাস ডেস্ক: ঘরে মায়ের মৃতদেহ রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে দুই বোনকে। মায়ের মৃত্যুশোক বুকে চেপে মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছেন সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন সাদেকা। ভোর ৪টার দিকে তাদের মা আনোয়ারা বেগম (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘মায়ের মৃতদেহ ঘরে রেখে পরীক্ষা কেন্দ্রে বসা সন্তানের জন্য অনেক বেশি কঠিন। ঘটনাটি আসলে হৃদয়বিদারক। চেষ্টা করেছি তাদের অন্তত মানসিক সাপোর্ট দেওয়ার জন্য।’
সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা বলেন, ‘সকালে দুই বোনের মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে যাই। তাদের সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি।’