গুলিস্তানে বিস্ফোরণ ভবনের সামনের সড়কে যান চলাচল শুরু

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে যে ভবনে বিস্ফোরণ হয়েছে, তার সামনের সড়ক দিয়ে শুরু হয়েছে যান চলাচল। তবে ওই ভবনের সামনে দেওয়া হয়েছে ব্যারিয়ার।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ভবনটির সামনের সড়ক খুলে দেওয়া হয়। ফলে সকাল থেকেই সড়কটিতে সব ধরনের যান চলাচল করছে। এছাড়া ভবনটিতে পুলিশের নিরাপত্তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কলাম মেরামতের কাজ করছে রাজউক।

এর আগে ৭ মার্চ বিকেলে সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে প্রাণ হারান ২৪ জন। আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আর ভবনের ২৪টি কলামের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় ৯টি। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চার-পাঁচটি কলাম। ফলে মানুষের নিরাপত্তার স্বার্থে সেদিন থেকেই বন্ধ থাকে ভবনের সামনের রাস্তা।

এরপর তদন্ত করে প্রতিবেদন দেয় রাজউক। সংস্থাটি জানায়, বিস্ফোরণের ফলে ভবনের নিচতলা, বেজমেন্টের স্লাব ও বিমসহ দেওয়ালের ক্ষতি হয়েছে। ঝুঁকিপূর্ণ এই ভবনসংলগ্ন স্থাপনা, রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত বিম-কলাম দ্রুত মেরামত করা দরকার।

রাজউক জানায়, এসব কাজ মালিকপক্ষের সঙ্গে বিশেষজ্ঞ থার্ড পার্টি প্রতিষ্ঠানের চুক্তির মাধ্যমে করতে হবে। মেরামতের কাজ শেষ করতে হবে ১৮০ দিনের মধ্যে। এছাড়া ভবনের সামনের ফুটপাতসহ ২৬ ফুট পর্যন্ত জায়গা কংক্রিটের রোড ব্যারিয়ার বা স্টিল রোড ব্যারিয়ার দিয়ে রাখতে হবে। ভবনের সামনের রাস্তায় ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল করতে দেওয়া যেতে পারে। তবে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে। বর্তমানে ভবনটি ব্যবহার বন্ধ রয়েছে।

 

ভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান  গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। ট্রাফিককে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ীই চলছে যান। আর আমরা ভবনের সামনে নিরাপত্তার জন্য যা করা দরকার সে অনুযায়ী কাজ করছি।

এদিকে কলামগুলো মেরামত করে ভবনটি ব্যবহারের জন্য কাজ করছে রাজউক। ভবনটির ক্ষতিগ্রস্ত কলামের চারটি কলামের মেরামতের কাজ শেষ হয়েছে।