সিপ্লাস ডেস্ক: রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ভবন থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিস্ফোরণের পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ পর্যন্ত আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া ভবন থেকে অন্তত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।