পুলিশের ওপর হামলায় জড়িত ২ নব্য জেএমবি আটক

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

গেল এপ্রিলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে পুলিশকে টার্গেট করে বোমা হামলার ঘটনায় জড়িত নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপির উপকমিশনার।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল গুলিস্তানে বোমা হামলা হয়। এতে দুজন ট্রাফিক পুলিশ নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) ও একজন কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬) আহত হন। পরে এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৩। মামলাটি তদন্ত করছিলেন সিটিটিসি সদস্যরা।