সিপ্লাস ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। তার সঙ্গে জুটি বেঁধে চলতি সময়ের অনেক শিল্পী দ্বৈত গান করেছেন। সেসব গান শ্রোতাদের মধ্যেও বেশ সাড়া ফেলে। এ তারকার সঙ্গে এবার গান নিয়ে আসছেন মারুফা তৃষা। ‘ওরে জান’ শিরোনামের একটি গানে তাদের পাওয়া যাবে।
নতুন গানটি নিয়ে ইমরান দারুণ প্রত্যাশা করছেন। ইমরান বলেন, ওরে জান গানটির কথাগুলোর মধ্যে শ্রোতারা নতুনত্ব পাবেন। নেপালের চমৎকার কিছু লোকেশনে এটির দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওতেও দর্শক-শ্রোতা নতুনত্ব দেখবেন।