গানের শুটিংয়ে নেপালে ইমরান

সিপ্লাস ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। তার সঙ্গে জুটি বেঁধে চলতি সময়ের অনেক শিল্পী দ্বৈত গান করেছেন। সেসব গান শ্রোতাদের মধ্যেও বেশ সাড়া ফেলে। এ তারকার সঙ্গে এবার গান নিয়ে আসছেন মারুফা তৃষা। ‘ওরে জান’ শিরোনামের একটি গানে তাদের পাওয়া যাবে। 

জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে এতে মডেল হয়েছেন নাজনিন নিহা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। এরই মধ্যে নেপালে মিউজিক ভিডিওটির তিন দিন শুটিং করেছেন বলে জানান ইমরান।

এ ছাড়া আরো এক দিন ঢাকায় মিউজিক ভিডিওটির শুটিং করা হয়। চলতি মাসের শেষের দিকে মিউজিক ভিডিওটি প্রযোজনাপ্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে।

নতুন গানটি  নিয়ে ইমরান দারুণ প্রত্যাশা করছেন। ইমরান বলেন, ওরে জান গানটির কথাগুলোর মধ্যে শ্রোতারা নতুনত্ব পাবেন। নেপালের চমৎকার কিছু লোকেশনে এটির দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওতেও দর্শক-শ্রোতা নতুনত্ব দেখবেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top