
চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় শতবর্ষী বিদ্যাপীঠ গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন লটারি মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তির নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির দুই শাখায় মোট ১৬০ জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ১৬০ আসনে ৪৭৪ শিক্ষার্থী আবেদন ফরম সংগ্রহ করে। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে তাদের ভর্তি নিশ্চিত করবে।
শিক্ষার্থী নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সভাপতিত্বে শিক্ষক পরিষদের সম্পাদক শাহজাহান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাছরীন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মৌলানা মো. নুরুল ইসলাম, মিসেস মিতা বড়ুয়া, রঞ্জিত কুমার দে, সাখাওয়াত হোসেন, বিজন চক্রবর্তী, মৃদুল কান্তি পাল, মৌলানা মোহাম্মদ হোসাইন শাহীন, চৌধুরী আমির মো. ফোরকান, আবদুল্লাহ আল হারুন, পপি আকতার, মনজুর উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক।