গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমিরাত প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।রবিবার (২১ মে ) স্থানীয় লন্ডন হোটেল হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী। হাফেজ জয়নাল আবেদীন এর  পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুল আজিম। প্রধান বক্তা ছিলেন মাওলানা  মুস্তাফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা হাফেজ ক্বারী মোহাম্মদ ইয়াকুব,মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ লোকমান, সাইফুল ইসলাম তালুকদার

মাওলানা হুসাইন আল কাদেরী, মোঃ মজহার,মঈন উদ্দিন, মুনসুর সবুর, মোহাম্মদ তারেক প্রমুখ।

সভায় বক্তারা গাউসিয়া কমিটির গুরুত্ব এবং তরিকতের প্রয়োজনীয়তা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাওলানা ওসমান আলী জামী এবং মাওলানা আব্দুল কাদের। আলোচনা শেষে  নির্বাচন কমিশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মাওলানা ফজলুল কবির চৌধুরীকে পুনরায় সভাপতি ও মাওলানা ওসমান আলী জামীকে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি মাওলানা হাফেজ সেকান্দার, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন,সহ সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ এবং মোঃ মোরশেদকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top