গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে কাপ্তাই বিজিবির সহযোগিতা প্রদান

গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে কাপ্তাই বিজিবির সহযোগিতা প্রদান।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় গরীব ও দুঃস্থ ২১টি পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, এএসসি উপস্থিত থেকে ৪১ বিজিবির কার্যালয়ে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহযোগিতা  তুলে দেন ।

এসময় স্থানীয় ৩টি পরিবারকে ৩ বান্ডেল করে রঙ্গিন ঢেউটিন, ২টি পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ২ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ১টি পরিবারকে মেয়ের বিবাহ উপলক্ষে আর্থিক সহায়তা এবং ১২টি অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ১টি গরীব ও দুঃস্থ পরিবারের ছেলেকে কর্মসংস্থানের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

পরে অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন,  কাপ্তাই ব্যাটালিয়ন এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন।

এ সময় ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।