গরমে ড্রেসকোট শিথিলে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি

সিপ্লাস ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির বলেছেন, বাংলাদেশের তাপমাত্রা ক্রমে বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কালো কোট ও গাউন পরে আদালতে আইনজীবীদের অসহনীয় গরম সহ্য করতে হচ্ছে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্যদের কথা হয়েছে। তিনি বিষয়টি পজিটিভলি নিয়েছেন এবং ফুলকোর্ট সভা ডেকেছেন। আশা করি, গরমে ড্রেসকোট শিথিলের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে প্রধান বিচারপতির কার্যালয়ে তার সঙ্গে দেখা করে গরমে ড্রেসকোট শিথিলের বিষয়ে কথা বলেন সুপ্রিম কোর্ট বার নেতারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক।

মোমতাজ উদ্দিন ফকির বলেন, আলোচনার পর আমাদের পক্ষ থেকে একটি রেজুলেশন নিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছি। তিনি ফুলকোর্ট সভা ডেকেছেন। আশাকরি, তিনি ড্রেসকোট শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল বলেন, সারাদেশে তাপমাত্রা যেভাবে বাড়ছে, এত গরমে আইনজীবীদের পরিধেয় পোশাক বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া আরও কিছু বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আমাদের কথা হয়েছে।

এর আগে বার অ্যাসোসিয়েশনের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রচন্ড গরমে আইনজীবীদের ড্রেসকোড পরিবর্তনের জন্য প্রধান বিচারপতি কাছে লিখিত আবেদন করা হয়। প্রধান বিচারপতি বিষয়টি পজিটিভলি নিয়েছেন। এ ছাড়া বারের বিভিন্ন বিষয় নিয়ে তখন ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top