সিপ্লাস ডেস্ক: গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বুধবার (৩০ আগস্ট) বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে তাদেরকে উদ্ধার করার তথ্য দেন কোস্টগার্ড।
জানা গেছে, গত ১৯ আগস্ট ১৪ জন জেলে চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে সাগরে মাছ ধরতে যাই। কয়েক দিন মাছ ধরার পর ২৫ আগস্ট আমাদের ট্রলার বিকল হয়ে যায়। চারদিন ধরে বিকল ট্রলার নিয়ে ভাসতে ভাসতে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছাকাছি চলে যায়।
নেটওয়ার্কের কাছাকাছি এলে একজন মাঝি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন- তাদের ট্রলার নষ্ট, চারদিন ধরে সাগরে ভাসছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এখন একটু একটু নেট পাচ্ছি, তাই ফোনে জানাতে পারলাম। দয়া করে উদ্ধারের ব্যবস্থা নিন।
ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, সংবাদ পেয়ে ৯৯৯-এর কলটেকার রাজু আহমেদ তাৎক্ষণিক কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডকে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
পরে কুতুবদিয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের নিকটবর্তী এলাকা থেকে ১৪ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।