একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খোঁজ নেওয়ায় তাকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্ন করতে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের কৃতজ্ঞতা জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদতিনি বলেন, “সম্প্রতি ঢাকা–চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই অনুষ্ঠানে আমি থাকতে পারিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, হারুন কোথায়?”
এই জন্যই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুন।