খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০, আটক ১০

সিপ্লাস ডেস্ক: খুলনায় বিএনপি- পুলিশ সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ এবং পরে বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

শুক্রবার বিকাল ৪ টার দিকে খুলনা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ গুলি ছুড়েছে। এতে দিঘলিয়া সেনহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে বিএনপি। সমাবেশে বিএনপির একটি মিছিলে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘাত শুরু হয়।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ সমাবেশে পন্ড করতে গুলি, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছেন। অসংখ্য নেতাকমী আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে নেওয়া হচ্ছে। পরে নামসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সাউথ) তাজুল ইসলাম বলেন, আজকে বিএনপির একটি কর্মীসভা ছিল। তারা খুলনা প্রেসক্লাবে প্রোগ্রাম করছিলো। কিন্তু তাদের নেতৃস্থানীয় নেতারা আসার পর বেশকিছু নেতাকর্মী রাস্তায় বসে যায়। রাস্তা বন্ধ করে প্রোগ্রাম শুরু করে। আমরা পেছনে সরে গেলে কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা বাধ্য হয়ে টিয়ারসেল এবং গ্যাসগান নিক্ষেপ করি। এ পর্যন্ত আমরা ১০ জনকে আটক করেছি। আমাদের বেশ কিছু সদস্য আহত হয়েছে। নাম পরে জানতে পারবো।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top