সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এর সিনিয়র শিক্ষক মৌলানা আবু বক্কর সিদ্দিক প্রকাশ আবু বক্কর স্যার (৫৬) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি… রাজেউন।
বুধবার (১০ নভেম্বর) সকাল সোয়া ১১ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার স্কুলে পরিক্ষা চলাকালীন তিনি ডিউটিরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে একইদিন বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
একই দিন বাদে এশা কিশলয় স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে নিশ্চিত করেছেন মেঝ ছেলে নাজমুস সাকিব।
তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামের মরহুম নজির আহমদের পুত্র ও তিন পুত্র সন্তানের জনক।
তাঁর মৃত্যুতে এলাকায় ও কিশলয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কিশলয় প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, স্যারের মৃত্যুতে বুধবারের এসএসসি টেস্ট নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্কুলের যে অপূরনীয় ক্ষতি হয়েছে। তা কোনদিন পুরণ হবেনা।