ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মহাসড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের পূর্বপাশে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, চট্টগ্রামমুখী একটি এ্যাম্বুলেন্স গাড়ী থেকে পলিথিন মোড়ানো একটি প্যাকেট থেকে ফেলে দেয়া হয়। পরে সেখানে গিয়ে প্যাকেট খুলে দেখা যায় একটি শিশুর মরদেহ। তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, উদ্ধার করা নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।