খুটাখালীতে মন্দির সংস্কারে প্রবাসী সোসাইটি’র অনুদান

খুটাখালীতে মন্দির সংস্কারে প্রবাসী সোসাইটি'র অনুদান।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি: বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন চকরিয়া প্রবাসী সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় মানবিক কাজের মধ্য দিয়ে সবার প্রশংসা অর্জন করে চলেছে।

বিদেশের মাটিতে কেউ মারা গেলে তাদের লাশ দেশে আনতে এগিয়ে যাওয়া, দুর্যোগকালীন মানুষের পাশে থাকা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

এবার চকরিয়া প্রবাসী ফোরামের ব্যবস্থাপনা চকরিয়া প্রবাসী সোসাইটি আর্থিক অনুদান নিয়ে এগিয়ে গেল উপজেলার খুটাখালী সেগুনবাগিচাস্থ সুশীল পাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দিরের সংস্কার কাজে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে মন্দির কমিটির সংশ্লিষ্টদের হাতে তুলে দেন নগদ ১০ হাজার টাকা। এই টাকায় মন্দিরের উন্নয়ন-সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মৌলানা আব্দুল গফুর, বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, বৃহত্তর দুবাই উত্তর শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক কাজল শীলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দরা।