খুটাখালীতে গাছের সাথে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাসের চালক-যাত্রীসহ আহত ৫

খুটাখালীতে গাছের সাথে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাসের চালক-যাত্রীসহ আহত ৫।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী নয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বলাকা মিনিবাস সার্ভিসের চালক-যাত্রীসহ কমবেশি ৫ জন আহত হয়েছে। এসময় মিনিবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া গেইটে ঘটে এ দূর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী বলাকা সার্ভিস চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।

এসময় বাসের চালকসহ ৫জন যাত্রী কমবেশি আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে। তবে তাৎক্ষনিক আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মকসুদ আহমদ জানিয়েছেন দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়। যান চলাচল স্বাভাবিক করে বাসটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।