খাল দখল করে ভবন নির্মাণের অপরাধে ৫ লাখ টাকা জরিমানা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

খাল দখল করে দোতলা ভবন নির্মাণের অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নগরের মাঝিরঘাট এলাকায় মোগলটুলি খালের ওপর ভবন নির্মাণের অপরাধে সিডিএর বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ জরিমানা করেন।

সিডিএর বিশেষ আদালত সূত্রে জানা গেছে, মোগলটুলি খালের ওপর স্ট্র্যান্ড রোডের একাংশে দুই ভাই মিলে দোতলা ভবন নির্মাণ করেন। খালের মধ্যে পিলার স্থাপন করে নিচে পানির প্রবাহ সংকুচিত করে দুই পাড় দখল করে ভবনটি নির্মাণ করা হয়। অভিযানের সময় এক ভাই বাড়িতে ছিলেন না। অন্যজনকে আটক করা হয়। পরে দোষ স্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

আদালত দু্ইনের প্রত্যেককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও সমপরিমাণ টাকা ক্ষতিপূরণসহ মোট ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দেন।