নগরীর পার্কভিউ হাসপাতালের সাথে “খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন” এর সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন

চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন "খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন" এর সাথে নগরীর মডেল হসপিটাল- পার্কভিউ হসপিটালের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসা সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের চিকিৎসাসেবা পাওয়া আরো সুলভ ও সহজ করতে চট্টগ্রামের অন্যতম ব্যবসায়ী সংগঠন “খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন” এর সাথে নগরীর মডেল হাসপাতাল পার্কভিউ হাসপাতালের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ জুন) বিকাল ৩ ঘটিকায় খাতুনগঞ্জ ট্রেড ইউনিয়ন মিলনায়তনে এই সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী “খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন” এর সকল সদস্যগণ ও তাদের পরিবারবর্গ এবং শ্রমিকেরা পার্কভিউ হসপিটালে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

অনুষ্ঠানে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ছৈয়দ সগীর আহমদ, সহঃ সাধারণ সম্পাদক আহমদ রশিদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলগীর পারভেজ, জ্যোতির্ময় চৌধুরী, প্রদীপ চৌধুরী, এমদাদুল হক রায়হান, জাভেদ ইকবাল, চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন এবং পরিতোষ দে।

উক্ত চুক্তির সাইনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম, ল্যাব ডাইরেক্টর ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম, এডমিন অফিসার শরফুদ্দীন আহমেদ, মার্কেটিং অফিসার মোহাম্মদ নেজাম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।