খাগড়াছড়িতে মরদেহবাহী গাড়ি চাপায় শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারায় মরদেহবাহী গাড়ির চাপায় মাসাপ্রু মারমা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মাসাপ্রু গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে মরদেহবাহী গাড়ির চাপায় গুরুতর আহত হয় মাসাপ্রু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল ৯টায় মাসাপ্রু বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে মরদেহবাহী গাড়ির নিচে চাপা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্কুলেছাত্র নিহতের খবর পেয়ে স্থানীয় থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন। তিনিগণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীর অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে। মরদেহবাহী গাড়ির চালক পালিয়ে গেছেন।