ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত রাঙ্গুনিয়ার মধ্য নোয়াগাঁও স্কুলের শিক্ষার্থীরা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়ার মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন। তাঁর পক্ষে বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘সম্প্রতি বিদ্যালয়টির অভিভাবক সমাবেশে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় আসলে তিনি শিক্ষার্থীদের জন্য খেলনা সামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ঘোষণা অনুযায়ী তার নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী দেওয়া হয়। এরআগেও তিনি বিদ্যালয়টির প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলনা উপকরণ দিয়েছিলেন। শিক্ষার্থীরা যাতে স্কুলমুখী হয় এবং আনন্দঘন পরিবেশে পড়ালেখা করতে পারেন সেজন্য এসব ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে।’