যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের কালো বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত অবস্থায় তাকে গুলশান থানায় নিয়ে যায় র্যাব।
গুলশান থানায় খালেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক এবং মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গুলশানে খালেদের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করায় গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়া ফকিরাপুলে খালেদের ইয়ংমেন্স ক্লাবের জুয়ার আসরে মাদক উদ্ধারের ঘটনায় মতিঝিল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
র্যাব বাদী হয়ে এই দুইটি মামলা করছেন।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, খালেদকে গুলশান থানায় হস্তান্তর করে অস্ত্র ও মাদক এবং মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে জুয়ার আসর চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানে নিজ বাসা থেকে গ্রেফতার করে র্যাব।
একই সময় ফকিরাপুলের ওই ক্লাবে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অর্থও।