যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যানসাসের একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত চার জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।
রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ্যটির ক্যানকাস শহরের একটি বারে প্রবেশ করে হঠাৎই গুলিবর্ষণ শুরু ওই বন্দুকধারী। এসময়-ই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলিতে নয় জন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে চার জন নিহত হয়েছেন।
এদিকে এখনও ওই বন্দুকধারীকে আটক করতে পারেনি পুলিশ। তবে তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ক্যানসাস সিটি পুলিশ।