কেপিএম কর্তৃপক্ষের সাথে কাপ্তাই প্রেস ক্লাবের নব গঠিত কমিটির মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের আয়োজনে কাপ্তাই প্রেস ক্লাবের নব গঠিত কমিটির এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৩ মে) বিকেলে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে ওই অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কাপ্তাই প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান।

এসময় কেপিএমের জিএম (কমার্সিয়াল) আবু সাইদ, জিএম (এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ, জিএম (অপরাশেন) মঈদুল ইসলাম, বন কর্মকর্তা মোঃ আসিফ মঈনুদ্দীন, মাহফুজ আরা সহ মিলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া কাপ্তাই প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম ও অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।

পরে মতবিনিময় সভায় কেপিএমের এমডি মিলের উন্নয়ন মুলক সংবাদ প্রচারে কাপ্তাই প্রেস ক্লাবের সহযোগীতা কামনা করেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top