সিপ্লাস ডেস্ক: ১০-১৫ দিনে আগেও রাজধানীর প্রতিটি কাঁচাবাজারে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হতো টমেটো। এরপর দাম বেড়ে শুরুতে দাঁড়ায় ১২০ টাকা কেজি, তারপর ১৫০ টাকা। আর সেই টমেটো এখন বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়।
সাধারণ ক্রেতারা বলছেন, এই দামে টমেটো কিনে বাসায় নিয়ে যাওয়া কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পক্ষে সম্ভব না। আর ঈদের সময় দাম ৪০০ টাকা ছাড়িয়ে যবে বলে আশঙ্কা তাদের।
৫ জুলাই (মঙ্গলবার) রাজধানীর পশ্চিম রাজাবাজার কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজার, শেওড়াপাড়া কাঁচাবাজার ও জিগাতলা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারগুলোতে পর্যাপ্ত টমেটোর সরবরাহ নেই। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি সুপার শপেও টমেটোর সংকট দেখা গেছে। যেসব সুপার শপে টমেটো বিক্রি হচ্ছে সেখানে দাম ৩০০ টাকা কেজি।
ক্রেতাদের অভিযোগ বাজারে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। মানুষ মাংসের সঙ্গে সালাদ খেতে পছন্দ করে। কিন্তু ঈদের আগে সালাদের অন্যতম অনুষঙ্গ টমেটোর দাম এখন আকাশচুম্বী।
খুচরা বিক্রেতারা বলছেন তারা মোকামে গিয়ে টমেটো পাচ্ছেন না। রাজধানীর সব থেকে বড় সবজির পাইকারি বাজার কারওয়ান বাজারে টমেটো নেই আড়তগুলোতে। আর কিছু আড়তে টমেটো থাকলেও তা মান অনুযায়ী কেজি প্রতি পাইকারি দামে ২৮০-৩০০ টাকা করে আনতে হয়েছে। পরে তা খুচরা বাজারে ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।