কূটনৈতিক ব্যর্থতায় আমেরিকার বাজার হারাবে বাংলাদেশ: রব

সিপ্লাস ডেস্ক: বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজার হারাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেছেন, ‘সরকারের মনোভাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ থেকে পণ্য না কেনে, তাহলে বাংলাদেশের পোশাকশিল্পসহ অন্যান্য খাত চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইউরোপসহ পশ্চিমা বিশ্বে বাজার হারানোর বিরাট ঝুঁকির সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রশ্নে জনপ্রতিনিধিত্বহীন সরকারের অপরিণামদর্শী প্রতিক্রিয়ায় রাষ্ট্র আরও বেশি ঝুঁকিতে পড়তে পারে। যে কারণে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা সমাধান না করে যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু না কেনার হুমকি বাস্তবসম্মত নয়। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম বৃহৎ অংশীদার।

শুক্রবার (১৯ মে) জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন আ স ম আব্দুর রব। এসময় তিনি এসব কথা বলেন। রাজধানীর উত্তরায় আব্দুর রবের বাসভবনে এ সভা হয়।

আব্দুর রব বলেন, ‘দেশের আভ্যন্তরীণ ও ভূ-রাজনীতিতে সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকারের বক্তৃতা-বিবৃতি প্রতিক্রিয়া কোনোটিই কূটনীতিকসুলভ নয়।’

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্যসচিব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, ডা. জবিউল হোসেন, অ্যাডভোকেট কে এম জাবের, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

সভায় রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করা হয়। অন্য এক প্রস্তাবে স্বাধীনতার রূপকার, রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করা হয়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top