সিপ্লাস ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। আজ (বুধবার) রাত ৯টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফল ঘোষণা স্থগিত করা হয়।
সংবাদমাধ্যমের অমিতোষ পাল, কামাল উদ্দিন, যাকারিয়া ইবনে ইউসুফ ও কুমিল্লা প্রতিনিধি কামাল উদ্দিন নির্বাচনী ফল ঘোষণাস্থলে অবস্থান করছেন। তারা জানান, আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা মার্কা) জয়ী হয়েছেন এমন তথ্য ছড়িয়ে পড়লে তার কর্মী-সমর্থকরা ফল ঘোষণাস্থলের পাশে জমায়েত হয়ে মিছিল করছেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর টেবিল ঘড়ি প্রতীক) কর্মী-সমর্থকরাও জমায়েত হতে শুরু করে বিজয় মিছিল দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ফল ঘোষণা স্থগিত করা হয়েছে।