কুয়াকাটা সৈকতে ভেসে এলো জোড়া মৃত ডলফিন

সিপ্লাস ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো দুটি মৃত ডলফিন। এর মধ্যে একটির দৈর্ঘ্য ৮ এবং অন্যটির দৈর্ঘ্য ৩ ফুট। বৃহস্পতিবার সকালে সৈকতের ঝাউবন এলাকায় ডলফিন দুটি ভেসে আসে। পরে বন বিভাগের সহায়তায় মাটি চাপা দেওয়া হয়। 

এর আগে, গত ৪ মে পর্যটন পার্ক এলাকায় একটি ইরাবতী ডলফিন ভেসে আসে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, আজ সকালে সৈকতের ঝাউবন এলাকায় দুটো মৃত ডলফিন দেখা যায়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। পরে বন বিভাগের সহায়তায় তা মাটি চাপা দেওয়া হয়। এই নিয়ে চলতি বছরে চারটি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এলো।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আজ ভেসে আসা ডলফিনগুলোর শরীর ৫০-৬০ শতাংশ পচে গেছে। সমুদ্র ভেসে থাকা ছেঁড়া-ফাটা জাল, প্লাস্টিক এবং সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার কারণে ডলফিনের মৃত্যু হচ্ছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি জেনেছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top