সিপ্লাস ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হককে (রিফাত) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই ফল প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক।
তিনি বলেছেন, পরিকল্পিতভাবে গুটি কয়েক কেন্দ্রের ফল আটকে রেখে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর জেলা শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা করা হয়।