কুমিল্লায় গণসমাবেশে গিয়ে খোয়া গেছে রুমিন ফারহানার ফোন

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশে গিয়ে খোয়া গেছে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার দুটি মোবাইল ফোন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে টাউন হল মাঠে সমাবেশস্থলে যাওয়ার পর তার ব্যাগ থেকে ফোন দুটি খোয়া যায়।

শুধু রুমিন নয়, সমাবেশে আসা অনেকেই ফোন, মানিব্যাগ চুরির কথা জানিয়েছেন। শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশস্থল পরিদর্শনে আসেন। সে সময় নেতাকর্মীর ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর দেখা যায়, রুমিনের দুটি ফোনের একটিও ব্যাগে নেই।

দৈনিক কুমিল্লার কাগজের উপসম্পাদক এবং সময়ের আলো ও ঢাকা প্রকাশের কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত বলেন, ‘রুমিন ফারহানা সমাবেশস্থলে আসায় আমরা সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাই। এ সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একটু পরে পকেটে হাত দিয়ে দেখি, মোবাইল নেই। এরপর শুনি, রুমিন ফারহানার দুটি মোবাইলও হারিয়ে গেছে। সেই সঙ্গে আরও অন্তত ১০ জনের মোবাইল চুরি গেছে।’

কুমিল্লার বরুড়া উপজেলার যুবদল কর্মী শাওন হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে জনস্রোত নামে টাউন হলে। হাজার হাজার বিএনপি নেতাকর্মী মাঠে মিছিল নিয়ে ঢুকছিলেন। আমিও স্লোগান দিতে দিতে মঞ্চের দিকে যাচ্ছিলাম।’

‘ভেবেছিলাম, নেতাদের সঙ্গে মোবাইলে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেব। কিন্তু পকেটে হাত দিতেই দেখি আমার মোবাইল, মানিব্যাগ নেই। টাকাপয়সা সব মানিব্যাগেই ছিল।’

শহরের ঝাউতলায় গ্রামীণফোন কাস্টমার কেয়ারের জুয়েল রানা বলেন, ‘শুক্রবার থেকে প্রচুর মানুষ আসছেন সিম রিপ্লেস করতে। সমাবেশ থেকে তারা মোবাইল হারিয়েছেন। শনিবার সকালেও ৮/১০ জন এসে সিম রিপ্লেস করে নিয়ে গেছেন। ব্রাহ্মণপাড়া থেকে আসা এক মুরব্বি মোবাইল হারিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পেরে কান্নাকাটিও করেছেন।’