নিজস্ব প্রতিবেদক: মুরাদ নগরে নতুন ডেকোরেশনে যাত্রা শুরু করলো অরেঞ্জ ক্যাফে।
গতকাল (মঙ্গলবার) দুপুর ১২ টায় কুমিল্লার মুরাদ নগরে নতুন ডেকরেশনে যাত্রা শুরু করলো অরেঞ্জ ক্যাফে।
তাদের নতুন প্লেটার গুলো হচ্ছে, চিকেন মিটবল মাসালা প্লেটার ১৮০ টাকা, ড্রামস্ট্রিক রাইস প্লেটার ২০০ টাকা। এছাড়াও চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে অরেঞ্জ ক্যাফের রয়েছে বিশেষ আয়োজন।
উদ্বোধনী দিনে রেস্টুরেন্টে বসে খাবার গ্রহণ করা কাস্টমাররা জানান, এটি অন্যরকম অনুভূতি। এটি কুমিল্লার মুরাদ নগরের ভোজন রসিকদের জন্য একটি নতুন সংযোজন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: রানা ইসলাম জানান, আজকের শুভ উদ্বোধন উপলক্ষে যারা আমাদের পাশে ছিলেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহতালার কাছে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি সব কিছু সুন্দর ভাবে হয়েছে। সবাই কে আমন্ত্রন রইলো। আশা করছি এই পথ চলায় সামনে আপনাদের পাশে পাব।

উল্লেখ্য, আধুনিক ইন্টেরিওর ডেকরেশন, সুস্বাদু খাবার এবং সার্ভিস এর কারণে অরেঞ্জ ক্যাফে কুমিল্লার মুরাদ নগরে ইতিমধ্যে ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
অরেঞ্জ ক্যাফের সব ইনফর্মেশন ও প্রোমোশন এর আপডেট পেতে চোখ রাখুন তাদের ফেসবুক পেজে – FACEBOOK PAGE । অথবা সরাসরি কল করুন ০১৬৬০১৪১২৬০।